Connect with us

সারা বিশ্ব

যুক্তরাষ্ট্রে আবার নিখোঁজ ভারতীয় শিক্ষার্থী, তৃতীয়বার ঘটল এ ঘটনা

Published

on

যুক্তরাষ্ট্রে আবার নিখোঁজ হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। তাঁর নাম নীতীশা কান্ডুলা। এক সপ্তাহ ধরে ওই ছাত্রীর সন্ধান মিলছে না বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজও তারা করছে। ২৩ বছর বয়সী ওই ছাত্রীর খোঁজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা তৃতীয়বার ঘটল।

ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন নীতীশা কান্ডুলা। এক সপ্তাহ ধরে ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার তাঁকে দেখা যায় গত ২৮ মে লস অ্যাঞ্জেলসে।

ক্যালিফর্নিয়া পুলিশ জানিয়েছে, তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে গত ৩০ মে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পুলিশ তাঁকে খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে। তাঁর উচ্চতা ওজনসহ কিছু বর্ণনা দিয়ে ওই পোস্টে বলা হয়েছে, খোঁজ পেলে যোগাযোগ করুন পুলিশের সঙ্গে। নিখোঁজ হওয়ার আগে তরুণী ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেট যুক্ত গাড়ি চালাচ্ছিলেন বলেও পুলিশ জানতে পেরেছে।

এর আগে গত মাসে শিকাগো থেকে এক ভারতীয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। ২৬ বছর বয়সী রূপেশচন্দ্র চিন্তাকিন্দকে খুঁজে পাওয়া যায়নি। তার আগে মার্চ মাসেও এমন ঘটনা ঘটে। ক্লিভল্যান্ড শহর থেকে নিখোঁজ হয়েছিলেন ২৫ বছর বয়সী শিক্ষার্থী। এরপর এপ্রিলে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ আবদুল আরফাত। এক বছর আগে হায়দরাবাদ থেকে ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন আরাফাত। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।

কয়েক বছর ধরে বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তাঁদের অধিকাংশই হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে। গত মার্চ মাসে ৩৪ বছর বয়সী শাস্ত্রীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে গুলি করা হয় মিসৌরিতে। এর আগে ফেব্রুয়ারিতে ইন্ডিয়ানা এবং ওয়াশিংটনে দুজন ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending