Connect with us

সারা বিশ্ব

রাজনৈতিক কারণে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু: বাইডেন

Published

on

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাজনৈতিক কারণে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করে থাকতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এই প্রস্তাবের বিষয়ে নেতানিয়াহু সরকারের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। মন্ত্রিসভার একটি অংশ হুমকি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি প্রস্তাব মানা হলে তারা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন।

সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল-তিনি কি মনে করেন যে, নেতানিয়াহু তার নিজের রাজনৈতিক কারণে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন?

জবাবে বাইডেন বলেছেন, ‘মানুষের কাছে এই উপসংহার টানার প্রত্যেকটি কারণ রয়েছে।’

গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে কিনা তা ‘অনিশ্চিত।’

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ইসরায়েল গাজায় সুস্পষ্টভাবে মানাধিকার লঙ্ঘন করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে আসছে।

Advertisement
Comments
Advertisement

Trending