Connect with us

সারা বিশ্ব

লেবাননে মার্কিন দূতাবাসে গুলি

Published

on

লেবাননে মার্কিন দূতাবাসে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। সেনাদের সাথে গুলি বিনিময়ে আহত হয়েছে ওই হামলাকারী। বুধবার লেবাননের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী একজন সিরীয় নাগরিক। তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেনারা অন্যান্য বন্দুকধারীদের সন্ধান করছে। বুধবার হামলার পরপর দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার দূতাবাস খোলা থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, সকালে দূতাবাসের প্রবেশদ্বারের কাছে ছোট অস্ত্রের গোলাগুলির খবর পাওয়া গেছে। হামলার সময় কর্মীরা নিরাপদ ছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসের নিরাপত্তা দলের একজন সদস্য সামান্য আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

Advertisement
Comments
Advertisement

Trending