Connect with us

সারা বিশ্ব

মালয়েশিয়ায় অবৈধদের কাজ দেওয়া ৯০০ কোম্পানির মালিক গ্রেপ্তার

Published

on

মালয়েশিয়ায় অবৈধদের কাজ দেওয়া ৯০০ কোম্পানির মালিক গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধদের কাজ দেওয়ার অভিযোগে কোম্পানির মালিকদের ধরতে প্রায় ৮ মাস ধরে অভিযান চালিয়ে ৯০০ কোম্পানির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) মোট ১১ হাজার ৯০৩টি অভিযান পরিচালনা করে এ যাবৎকালের সবচেয়ে বেশি কোম্পানির মালিককে এমন সাজার মুখে ফেলেছেন তারা।
স্থানীয় নিউজ পোর্টাল মালয় মেইল বলেছে, ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ জানিয়েছে, কোম্পানির মালিকরা অবৈধ অভিবাসী কর্মী নিয়োগের শীর্ষে রয়েছে। এভাবে মালয়েশিয়ানরা অবৈধ বিদেশি কর্মীকে নিয়োগ করতে পারে না। তাদের উচিৎ বৈধ কর্মী নিয়োগ করা যারা ইমিগ্রেশন আইনে বৈধ হওয়ার অনুমতি প্রাপ্ত হয়েছে। কিন্তু তারা আইন মান্য না করার ফলে আমরা এ পর্যন্ত ৯০০ কোম্পানির মালিককে শাস্তির আওতায় এনেছি।
দেশটির মূল ধারার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের মূল ফোকাস হলো এ ধরণের কোম্পানির মালিকদের চিহ্নিত করা। তারপর তাদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়া। রুসলিন জুসোহ বলেন, এ সময়ের মধ্যে পরিচালিত অভিযানে মোট ১ লাখ ৬ হাজার ৪৩২টি স্থান পরিদর্শন করে বিভিন্ন অপরাধে মোট ২৯ হাজার ৩০ জনকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending