Connect with us

সারা বিশ্ব

আসামে রেস্তোরাঁ ও প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

Published

on

newyork-somoy

আসামে হোটেল, রেস্টুরেন্ট ও প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার আসাম মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে সরকারের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছে বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী বলেছেন, আগের এই সংক্রান্ত আইনের পরিধি বাড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়াই নিষিদ্ধ করা হয়েছে।
আগের গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইনে বলা হয়েছিল কোনও হিন্দু ধর্মস্থানের আশপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না। জানা গেছে, ২০২১ সালের ক্যাটেল প্রিজারভেশন আইনে সংশোধনী এনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিরোধী দল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট গো মাংস খাওয়া নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেপি অবশ্য গরু রক্ষার পক্ষে সবসময় প্রচার চালিয়ে এসেছে।

Advertisement
Comments
Advertisement

Trending