Connect with us

সারা বিশ্ব

বিএনপির লং মার্চের প্রেক্ষিতে আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত

Published

on

বিএনপির লং মার্চের প্রেক্ষিতে আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত

বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চের প্রেক্ষিতে ভারতের দিকে সীমান্তে সতকর্তা বাড়ানো হয়েছে। আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে।
তিনি বলেছেন, “গত এক সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে। ২৪ ঘণ্টা সতর্কতা রয়েছে। বিএসএফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। সীমান্তবর্তী অঞ্চল ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল দেওয়া চলছে। সীমান্তেও প্রহরা বাড়ানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”
সীমান্ত চেকপোস্টে গিয়ে দেখা যায়, সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করেছে, তার সঙ্গেই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস-এর সদস্যরাও রয়েছেন।
সীমান্ত অবশ্য বন্ধ করা হয়নি। কয়েকজনকে সীমান্ত পেরিয়ে
ভারতে আসতেও দেখা গেছে।

Advertisement
Comments
Advertisement

Trending