Connect with us

সারা বিশ্ব

মুক্তি দিতে যাওয়া তিন জিম্মির নাম ঘোষণা হামাসের

Published

on

যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামীকাল শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। তাঁরা হলেন আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ।
যুদ্ধবিরতি চুক্তি টিকবে কি না, এমন অনিশ্চয়তার মধ্য আজ শুক্রবার এই তিন ইসরায়েলি বন্দীর নাম ঘোষণা করে হামাস। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য বন্দিবিনিময় স্থগিতের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
এরপর গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জামও বাড়াতে থাকে ইসরায়েল। এ অবস্থায় মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের হস্তক্ষেপে চুক্তি মেনে বন্দী মুক্তি দিতে রাজি হয় হামাস।
মুক্তি পেতে যাওয়া তিন বন্দীর তালিকা হাতে পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। এই তিন বন্দীর বিনিময়ে ইসরায়েল ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে আশা করছে হামাস।
প্রথম ধাপে গাজায় ৪২ দিন যুদ্ধবিরতি কার্যকর হওয়া কথা। গত ১৯ জানুয়ারি এ যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি চুক্তির অধীন ৩৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস।
চুক্তি মেনে এখন পর্যন্ত ১৬ ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। এ ছাড়া নিজেদের উদ্যোগে পাঁচ থাই নাগরিককেও মুক্তি দিয়েছে সংগঠনটি। বিনিময়ে কয়েক শ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

Advertisement
Comments
Advertisement

Trending